চলছে রেলের আগাম টিকিট বিক্রি,মঙ্গলবার বি.আর.টিসির শুরু

১৩২

ঈদ উপলক্ষে চলছে রেলের আগাম টিকিট বিক্রি। মঙ্গলবার দেয়া হবে ১৪ই জুনের টিকিট। এর আগে সোমবার রাত থেকেই হাজারো মানুষ টিকিটের জন্য অপেক্ষা করেন কমলাপুর রেল স্টেশনে।

টিকিট দিতে ধীরগতি ও এসি টিকিট না পাওয়ার অভিযোগও করেন কেউ কেউ। তবে সড়ক পথে যানজট ও দুর্ভোগের শঙ্কা এড়াতেই রেলপথকেই বেছে নিচ্ছেন বেশিরভাগ মানুষ।

এদিকে, মঙ্গলবার থেকে শুরু হবে বি.আর.টিসির অগ্রিম টিকেট বিক্রি। এদিন দেয়া হবে ১৩ই জুনের টিকিট।

সোমবার রাজধানীর মতিঝিলে এক সভায় সাংবাদিকদের এতথ্য জানান, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। জনগণের দুর্ভোগ কমাতে আগামী ২১জুন পর্যন্ত সড়কে খোঁড়াখুঁড়ির কাজ বন্ধ রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন সেতুমন্ত্রী।

 

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like