চলনবিলের র‌্যাব-১২ অভিযানে পলাতক জেএমবি সদস্য গ্রেফতার

৯৮

চলনবিলের সিরাজগঞ্জ র‌্যাব-১২ ক্যাম্পের বিশেষ অভিযানে পলাতক শীর্ষ জঙ্গি (জেএমবি সদস্য) গ্রেফতার।

মঙ্গলবার রাত ৭টার সময় র‌্যাব-১২, সিরাজগঞ্জ ক্যাম্পের কমান্ডার মেজর মুহাম্মদ রায়হান খালেক, পিএসসি, এলএসসি এর নেতৃত্বে  সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন সায়দাবাদ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পাবনা জেলার সুজানগর থানার মামলা নং-০৯ তারিখ- ০৯/০৭/১৬ ধারাঃ সস্ত্রাস বিরোধী আইন (সংশোধনী-১৩) ৬(২)/১০/১২/১৩ এর এজাহারভূক্ত পলাতক জঙ্গি (জেএমবি সদস্য) মোঃ সাব্বির হোসেন (২৬) কে গ্রেফতার করেছে।

মোঃ সাব্বির হোসেনের পিতাঃ মোঃ নজরুল হোসেন, সাং-মনিরামপুর, থানা-সদর, জেলা-চুয়াডাঙ্গা।

পরবর্তীতে উক্ত গ্রেফতারকৃত  আসামীকে পাবনা জেলার সুজানগর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like