চলন্ত বাসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে লাঞ্ছিত করার ঘটনায় বিপ্লব দেবনাথ নামে একজন গ্রেফতার

১২৮

চলন্ত বাসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে লাঞ্ছিত করার ঘটনায় বিপ্লব দেবনাথ নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার রাতে নগরীর অক্সিজেন মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় ৩ নম্বর রুটের ওই বাসটিও জব্দ করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসীন জানান, জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান চলছে। বৃহস্পতিবার বিকেলে অর্থনীতি বিভাগের ওই ছাত্রী বিশ্ববিদ্যালয় থেকে ৩ নম্বর বাসে নিউমার্কেট যাচ্ছিলেন। পথিমধ্যে সব যাত্রী নেমে গেলে বাসের চালক ও হেলপার তাকে লাঞ্ছিত করতে চাইলে চলন্ত বাস থেকে লাফ দেন তিনি।

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like