চসিকের একুশে সম্মাননা ও সাহিত্য পুরস্কার পেলেন ১৫ গুণীজন

৮৯

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি স্বরুপ ১১ জনকে একুশে সম্মাননা ও ৪ জনকে একুশে সাহিত্য পুরস্কার দিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ।

গতকাল (শুক্রবার) সন্ধ্যায় এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়াম চত্বরে অমর একুশে বইমেলার মঞ্চে এ সম্মাননা পদক তুলে দেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।

মেয়র বলেন, গতবারের ভুল ত্রুটি দূর করে এবারের বইমেলা সাজানো হয়েছে। আগামীতেও এ মেলা আয়োজনে তার সর্বাত্মক সহযোগিতা থাকবে বলে আশ্বাস দেন তিনি।

চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, চসিক প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, মেলার আহ্বায়ক কাউন্সিলর নাজমুল হক ডিউক, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলী আব্বাসসহ অন্যরা।

নিউজ ডেস্ক/বিজয় টিভি

You might also like