চসিকের ২০১৯-২০ অর্থবছরের বাজেট ঘোষণা
২০১৯-২০ অর্থবছরের ২ হাজার ৪৮৫ কোটি ৯১ লাখ ৭৮ হাজার টাকার বাজেট ঘোষণা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন।
বিকেলে টিআইসি মিলনায়তনে বাজেট উপস্থাপন করেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। পরিবেশ, প্রযুক্তি ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করে জনসাধারণের জন্য একটি বাসযোগ্য নগর প্রতিষ্ঠার লক্ষ্যে এ বাজেট দিয়েছেন বলে জানান তিনি। এটি চসিকের নির্বাচিত পরিষদের পঞ্চম ও শেষ বাজেট। এ সময় আরো উপস্থিত ছিলেন, চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহার, প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ, প্রধান প্রকৌশলী লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমেদসহ বিভাগীয় প্রধানরা।
নিউজ ডেস্ক / বিজয় টিভি