চসিক নির্বাচনে প্রথম ধাপে ৪ হাজার ইভিএম মেশিন ও সরঞ্জাম
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণের জন্য ইলেকট্রনিক ভোটিং মেশিন আসতে শুরু করেছে।
আজ (সোমবার) সকালে প্রথম ধাপে চার হাজার ইভিএম মেশিন ও সরঞ্জাম এসে পৌঁছেছে। বর্তমানে যন্ত্রপাতিগুলো নগরের এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেশিয়াম হলে রাখা হয়েছে।
নির্বাচন অফিসার শিমুল শর্মা নির্বাচনী সরঞ্জামাদি আসার বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রথম ধাপের ৪ হাজার ইভিএম মেশিন ও সরঞ্জাম চট্টগ্রামে এসেছে। বাকি মেশিন ও সরঞ্জাম পর্যায়ক্রমে আসবে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি