চসিক নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে ৯ মেয়র প্রার্থীর মনোনয়ন জমা

১০৪

চট্টগ্রাম সিটি নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে ৯ মেয়র প্রার্থী, ৫৮ সংরক্ষিত কাউন্সিলর ও ২২০ সাধারণ কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

গতকাল সিটি নির্বাচনের রিটার্নিং অফিসার মোহাম্মদ হাসানুজ্জামান সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি জানান, মেয়র পদে ৯ জন, সংরক্ষিত কাউন্সিলর ৫৮ জন, সাধারণ কাউন্সিলর পদে ২২০ জন মনোনয়ন ফরম জমা দিয়েছেন। সারাদিন উৎসবমুখর পরিবেশে নিয়মশৃঙ্খলা মেনেই প্রার্থীরা তাদের মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

আগামী ১ মার্চ মনোনয়ন ফরম যাচাই বাছাই করা হবে চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে।

নিউজ ডেস্ক/বিজয় টিভি

You might also like