চাঁদপুরে মাতিয়ে গেলেন ব্র্যান্ড তারকা জেমস

২৪৯

চাঁদপুর মাতিয়ে গেছেন জনপ্রিয় ব্র্যান্ড তারকা জেমস্। শুক্রবার রাতে চাঁদপুর স্টেডিয়ামে জেলা ছাত্রলীগের উদ্যোগে গৌরবের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ কনসার্ট অনুষ্ঠিত হয়। চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বেলুন উড়িয়ে কনসার্টের উদ্বোধন করেন।

কনসার্টে দূরবীন ও পেন্ড্রোরা এবং নগর বাউল গান পরিবেশন করে। প্রথমেই মঞ্চে আসে দূরবীনের শহীদ ও আইয়ুব। পরে পেন্ড্রোরার নদীয়া ডোরা ও সর্বশেষে নগরবাউলের জেমস সংগীত পরিবেশন করেন।

জেমস মঞ্চে উঠেন রাত সাড়ে ৯টায়। তিনি একটানা পৌঁনে ১১টা পর্যন্ত ১৩টি গান পরিবেশন করেন।

তার গানের সাথে সাথে পুরো স্টেডিয়ামজুড়ে অবস্থানরত হাজার হাজার দর্শক নেচে গেয়ে আনন্দ প্রকাশ করে এবং গলা মেলায়।

জেমস ‘কবিতা তুমি’ শিরোনামে গানটি দিয়ে শুরু করে এক এক করে লেইস ফিতা, সুলতানা বিবিয়ানা, দে দে তালি দে, আমি তারায় তারায় রটিয়ে দেব, আসবার কালে চোখ খুলেই নাকি দেখলা, পাগলা হাওয়ায় মাটির পিদিম নিভু নিভু জ্বলে প্রভৃতি জনপ্রিয় গানগুলো পরিবেশন করেন।

গান শেষ করেন ‘না জানি কোহি আমারি আধুরি কাহানি’ শিরোনামের গানটি দিয়ে।
সবশেষে ডিজি সানিকা তার নৃত্য শৈলী প্রদর্শন করে।

কনসার্ট ঘিরে পুরো স্টেডিয়াম ও এর আশপাশের এলাকায় নিরাপত্তার চাদরে ঢেকে দেয়া হয়েছিল। কয়েক দফা নিরাপত্তা তল্লাশি চালিয়ে দর্শকদের মাঠে ঢুকতে দেয়া হয়। কনসার্টে বিশেষ আকর্ষণ ছিল আতশবাজী। বর্ণিল আতশবাজীতে রাতের আকাশ বর্ণময় হয়ে উঠে।

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like