চাঁদাবাজি ও হত্যাচেষ্টা মামলায় ওয়ার্ড কাউন্সিলরসহ দুইজনকে কারাগারে পাঠানোর নির্দেশ
চাঁদাবাজি ও হত্যাচেষ্টা মামলায় ঝালকাঠি পৌরসভার কাউন্সিলর হুমায়ুন কবির খান এবং রুবেল খানকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
মঙ্গলবার দুপুরে ঝালকাঠির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ এইচ এম ইমরানুর রহমান তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। মামলার বিবরণে জানা যায়, পশ্চিম ঝালকাঠি এলাকার নজরুল ইসলামের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন কাউন্সিলর হুমায়ুন কবির খান। টাকা না দেয়ায় ১৩ জুন নজরুলকে কুপিয়ে আহত করেন কবির খান ও তার লোকজন। এ ঘটনায় নজরুল বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।
নিউজ ডেস্ক / বিজয় টিভি