চাঁদের ডার্ক সাইট অংশে চীনা অভিযান!

৩২১

পৃথিবী থেকে সবসময়ে চাঁদের একটি অংশই দেখা যায়। আর অপর অংশটি ‘কালো’ (ডার্ক সাইট) বা ‘অদেখা’ অংশ হিসেবে পরিচিত। এবার চাঁদের সেই ‘অদেখা’ অংশে রোবট যান নামানোর অভিযান শুরু করেছে চীন।

চাং’ই-৪ নামের এই অভিযানে চাঁদে ‘ভন কারমান ক্র্যাটার’ নামের যে অংশে রোবট যানটি অবতরণ করবে, চাঁদের সেই অংশটি কখনোই পৃথিবীর মুখোমুখি হয়নি। ফলে এই অংশটি নিয়ে মানুষের বেশ আগ্রহ রয়েছে।

জানা গেছে, শিচ্যাং উৎক্ষেপণ কেন্দ্র থেকে রোবটটি পাঠানো হয়েছে। এই অভিযানের মাধ্যমে চাঁদের পাথর আর মাটির নমুনা সংগ্রহ করা সম্ভব হবে। জানুয়ারি মাসের প্রথম দিকে রোবটটি চাঁদে অবতরণ করতে পারবে বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, চাঁদের অদেখা ওই অংশটি নিয়ে বিজ্ঞানীদের দীর্ঘদিনের আগ্রহ রয়েছে। কারণ সেখানে নানা উপাদানে সমৃদ্ধ এলাকা চাঁদের দক্ষিণ মেরুর ‘আইকন বেসিন’ অবস্থিত। কোটি কোটি বছর আগে একটি বিশাল উল্কাপিন্ডের আঘাতের কারণে এই এলাকাটি তৈরি হয়েছে বলে ধারণা করা হয়।

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like