চাঁপাইনবাবগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে নিহত ২

১৮

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বজ্রপাতে ২ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের বড়দাদপুর ও শেরপুর গ্রামে এ ঘটনা ঘটে। জমিতে কৃষিকাজ করার সময় তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন, উপজেলার পার্বতীপুর ইউনিয়নের শেরপুর কোঠাডাঙ্গা গ্রামের আদিবাসী মৃত ঝাড়িয়ার ছেলে হৃদয় ওরাও (৫২) ও বড়দাদপুর গ্রামের ইমরান আলীর ছেলে ইয়াসিন (১৮)।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস বিষয়টি নিশ্চিত করে জানান, জমিতে কাজ করা সময় হঠাৎ বজ্রপাত হলে তারা ঘটনাস্থলেই মারা যায়।

You might also like