চাঁপাইনবাবগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে নিহত ২
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বজ্রপাতে ২ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের বড়দাদপুর ও শেরপুর গ্রামে এ ঘটনা ঘটে। জমিতে কৃষিকাজ করার সময় তাদের মৃত্যু হয়।
নিহতরা হলেন, উপজেলার পার্বতীপুর ইউনিয়নের শেরপুর কোঠাডাঙ্গা গ্রামের আদিবাসী মৃত ঝাড়িয়ার ছেলে হৃদয় ওরাও (৫২) ও বড়দাদপুর গ্রামের ইমরান আলীর ছেলে ইয়াসিন (১৮)।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস বিষয়টি নিশ্চিত করে জানান, জমিতে কাজ করা সময় হঠাৎ বজ্রপাত হলে তারা ঘটনাস্থলেই মারা যায়।