চাঁপাইনবাবগঞ্জে লাইসেন্সবিহীন যানবাহনের বিরুদ্ধে অভিযান

৮৯

 

ট্রাফিক সপ্তাহ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন স্থানে ফিটনেস ও লাইসেন্সবিহীন যানবাহনের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।

এর ভয়ে রাস্তায় গাড়ি নামাচ্ছে না বেশিরভাগ পরিবহন মালিকরা। ফলে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। তবে এসব অভিযানকে ইতিবাচক হিসেবেই দেখছে সাধারণ জনগণ।

এদিকে ট্রাফিক সপ্তাহের শেষ দিনে ঢাকা চট্রগ্রাম মহাসড়কের মদনপুরে ট্রাফিক ইন্সপেক্টর রফিকের নের্তৃত্বে অবৈধ ও ফিটনেসবিহীন যাহবাহনের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে।

উপস্থিত ছিলেন, এস আই বাহার ও নুরুল ইসলাম। এসময় ত্রুটিমুক্ত গাড়ীর ড্রাইভারকে বিশুদ্ধ খাবার পানি ও ফল দিয়ে শুভেচ্ছা জানান আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আর, গাড়ীর ফিটনেস ও কাগজ পত্র পরিদর্শনে ব্যর্থ হওয়ায় ২০ টি গাড়ীকে মামলা দেয়া হয়।

 

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like