চাঁপাইনবাবগঞ্জে হত্যা মামলায় ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন
চাঁপাইনবাবগঞ্জে বাবু হত্যা মামলায় ৩ জনকে ফাঁসি এবং ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শওকত আলী এ রায় দেন। রায়ে ফাঁসি ও যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তদের সকলকে ১ লক্ষ টাকা করে জরিমানার আদেশ দেয়া হয়। মামলার রায়ে ৮ জনকে বেকসুর খালাস প্রদান করা হয়। তবে যাবজ্জীবন দন্ডপ্রাপ্তদের মধ্যে মো. আসলাম পলাতক রয়েছে। মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৫ সালের ২৯ মার্চ পরকীয়ার জেরে বাবুকে হত্যা করা হয়। পরে নিহতের বাবা মামলা দায়ের করলে শিবগঞ্জ থানা পুলিশ তদন্ত শেষে ১৫ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন।
নিউজ ডেস্ক / বিজয় টিভি