চাঁপাইনবাবগঞ্জে ৪টি প্রকল্পের উদ্বোধন ও ১টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন

৯১

বৃহস্পতিবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জে ৪টি প্রকল্পের উদ্বোধন ও ১টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

প্রকল্পগুলো হচ্ছে, আঞ্চলিক পাসপোর্ট অফিস, ভোলাহাট, শিবগঞ্জ, ভোলাহাট উপজেলা ফায়ার সার্ভিস ষ্টেশন ভবন ও গোমস্তাপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অবকাঠামো প্রকল্পের আওতায় ২৪টি ইউনিয়ন পরিষদে ইন্টারনেট সংযোগ প্রদান এবং পদ্মা নদীর ভাঙ্গন হতে চাঁপাইনবাবগঞ্জ জেলার আলাতুলি এলাকা রক্ষা প্রকল্পে’র ভিত্তিপ্রস্তর স্থাপন।

জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এসময় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাংসদ আব্দুল ওদুদ, ১ আসনের সাংসদ মোহা. গোলাম রাব্বানী, ২ আসনের সাংসদ মু. গোলাম মোস্তফা, জেলা প্রশাসক এ জেড এম নূূরুল হক, পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলামসহ অন্যরা।

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like