চাকুরী দেওয়ার নামে অর্থ হাতিয়ে নেয়া প্রতারণা চক্রের মুলহোতাসহ গ্রেফতার ২
বগুড়ায় সরকারী চাকুরী দেওয়ার নামে অর্থ হাতিয়ে নেয়া প্রতারণা চক্রের মুলহোতা মেহেরুল ইসলাম এবং কামরুল ইসলামকে আটক করেছে র্যাব ১২। এসময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যাবহৃত ৪টি ল্যাপটপ,১৮টি মোবাইল সহ সিডি,পিসি,সিমকার্ড, পেনড্রাইভ ও হার্ডডিস্ক উদ্ধার করেছে র্যাব।
রোববার সকাল ১১টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব ১২ অধিনায়ক অতিরিক্ত ডিআইজি রফিকুল হাসান গনি।
র্যাব জানায়, বগুড়া জেলার দুপচাচিয়া থানাধীন একটি প্রতারক চক্রটি বিভিন্ন বাহিনী/সংস্থায় ভর্তি করার নামে উক্ত বাহিনী/সংস্থার কর্মকর্তা সেজে প্রার্থীর মোবাইলে এসএমএস এর মাধ্যমে ভুয়া নিয়োগ পত্র পাঠিয়ে বিপুল অর্থ৷ হাতিয়ে নেয়। ভুক্তভোগী একাধিক ব্যাক্তির কাছ থেকে পাওয়া অভিযোগে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ১২ এর একটি আভিযানিক দল দুপচাচিয়া থানা এলাকায় অভিযান চালায় এবং প্রতারক চক্রের মুলহোতা দুজনকে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা বিভিন্ন বাহিনী/সংস্থায় চাকুরী দেওয়ার নামে মানুষের সরলতার মাধ্যমে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অর্থ হাতিয়ে নেয়ার কথা স্বীকার করে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে