চাঞ্চল্যকর জাহিদ হত্যা মামলার প্রধান আসামিসহ চারজন গ্রেফতার
রাজধানীর পল্লবীর চাঞ্চল্যকর জাহিদ হত্যা মামলার প্রধান আসামিসহ চারজনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪)।
শনিবার (২৬ ফেব্রুয়ারি) দিনগত রাতে পরিচালিত অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান জানান, পল্লবীর জাহিদ হত্যা মামলার প্রধান আসামিসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। রোববার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
গত ২২ ফেব্রুয়ারি দিনগত রাতে রাজধানীর পল্লবী থানার বাংলা স্কুলের পাশে জাহিদ হোসেন (২৪) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া যায়। এ ঘটনায় কামরান (২৪) নামে আরও এক যুবক আহত হয়েছেন।