চান্দগাওয়ে আরকান সড়ক উন্নয়ন কাজ শুরু
বহুল প্রতিক্ষিত আরকান সড়ক উন্নয়ন কাজ শুরু করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন।
মঙ্গলবার দুপুরে আরকান সড়ক ওসমানিয়া গ্লাস ফ্যাক্টরী চত্বরে উদ্দীন কাজটির উদ্বোধন করেন সিটি মেয়র আ. জ. ম. নাছির উদ্দীন। বহদ্দারহাট থেকে কালুরঘাট পর্যন্ত পাঁচ কিলোমিটার আরকান সড়কটিকে ১২টি লটে ভাগ করা হয়েছে। এডিপির ৭১ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন।