৫ ঘণ্টার বেশি গাড়ি চালাতে পারবে না চালকরা :প্রধানমন্ত্রী

১০৮

সড়ক দুর্ঘটনা রোধে দূরপাল্লার চালকরা একটানা ৫ ঘণ্টার বেশি গাড়ি চালাতে পারবেন না। এজন্য রাখতে হবে বিকল্প চালক। এমন নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার মন্ত্রিসভার বৈঠকে এই নির্দেশ দেন প্রধানমন্ত্রী। পরে সাংবাদিকদের একথা জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। বলেন, চালক ও সহকারীদের প্রশিক্ষণ এবং মহাসড়কে তাদের জন্য নির্দিষ্ট দূরত্বে বিশ্রামাগার রাখারও নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

বিষয়গুলো বাস্তবায়নের দায়িত্ব দেয়া হয়েছে স্বরাষ্ট্র, সড়ক পরিবহন ও নৌ-মন্ত্রণালয়কে। এছাড়া বৈঠকে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ আইন ও সার ব্যবস্থাপনা আইনের খসড়ার অনুমোদন দেয় মন্ত্রিসভা।

 

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like