চিকিৎসকের অভাবে দুভোর্গে জামালপুরের জেনারেল হাসপাতালে রোগীরা

৯৬

প্রয়োজনীয় ডাক্তার না থাকায় চিকিৎসা সেবা পাছে না জামালপুরের ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে আসা রোগিরা। ফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে রোগীদের। অন্যদিকে, কাঙ্খিত সেবা না পেয়ে পার্শ্ববর্তী জেলা সদরের দিকে ছুটছেন অনেকেই।

২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে রুপান্তরিত হলেও কাঙ্খিত সেবার মান বাড়েনি। প্রয়োজনীয় বরাদ্দ আর ডাক্তার সংকটকেই দুষছেন স্থানীয়রা। ফলে বেসরকারি ক্লিনিকের দিকে ছুটছেন রোগীরা।

ডাক্তারসহ লোকবলের সমস্যার কথা স্বীকার করে সামর্থ অনুযায়ী সর্বোচ্চ সেবা ও সমস্যা সমাধানের আশ্বাস দিলেন হাসপাতালের এই কর্মকতা ।

জামালপুর জেনারেল হাসপাতালে সিনিয়র ও জুনিয়র কন:সহ ২০ জন  চিকিৎসক  পদের বিপরীতে আছে মাত্র ৭ জন চিকিৎসক,  জনবল নিয়োগের মাধ্যমে হাসপাতালের সেবার মান দ্রুতবৃদ্ধির দাবি এ অঞ্চলের মানুষের।

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like