চীনকে মোকাবিলায় যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার জোট গঠন
চীনের উত্থান মোকাবিলায় নিজেদের মধ্যে আধুনিক প্রতিরক্ষা প্রযুক্তি বিনিময়ে একটি বিশেষ নিরাপত্তা জোটের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া।
বুধবার, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন এক যৌথ বিবৃতিতে এই নিরাপত্তা অংশীদারিত্বের ঘোষণা দেন। তিন দেশের এ জোটের নাম দেয়া হয়েছে আকাস।
এর মাধ্যমে জোটভুক্ত দেশগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা, কোয়ান্টাম ও সাইবার প্রযুক্তির মতো বিষয় নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিতে পারবে। এর ফলে, প্রথমবারের মতো অস্ট্রেলিয়া পারমাণবিক শক্তিধর সাবমেরিন বানানোর সুযোগ পেতে যাচ্ছে। মূলত ইন্দো-প্যাসিফিক অঞ্চলে চীনের ক্রমবর্ধমান শক্তি ও সামরিক উপস্থিতির কারণেই নতুন এ জোট গঠন করলো দেশগুলো। যা এ অঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখবে বলে ধারণা করা হচ্ছে।