চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় কৃষক নিহত

৩০

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ইসমাইল হোসেন নামে এক কৃষক নিহত হয়েছে। শুক্রবার সকালে চুয়াডাঙ্গা আলমডাঙ্গা সড়কের ফাস্ট ক্যাপিটাল ইউনিভার্সিটির গেটের সামনে একটি লাশ পড়ে থাকতে দেখেন পথচারীরা। খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ লাশ উদ্ধার করে। নিহত ইসমাইল হোসেনের বাড়ি জেলার জীবননগর উপজেলার সেনেরহুদা গ্রামে।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ জানান, নিহতের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি বৃহস্পতিবার বিকালে বাড়ি থেকে বের হন । ধারণা করা হচ্ছে, রাতে কোন এক পরিবহনের ধাক্কায় তিনি নিহত হয়েছেন।

You might also like