চুয়াডাঙ্গা সীমান্তে যুবকের মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত এলাকা থেকে মোহাম্মদ আলী পান্না (৩৯) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৫ মে) বেলা ১১টার দিকে উপজেলার হরিহরনগর গ্রামের একটি সেগুন বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মোহাম্মদ আলী পান্না একই গ্রামের আতিয়ার রহমানের ছেলে। তিনি মাদক চোরাকারবারী ছিলেন বলে নিশ্চিত করেছে পুলিশ।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মৃধা বলেন, সকালে হরিহরনগর গ্রামের একটি সেগুন বাগানে পান্নার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠনো হয়েছে।

তিনি আরও জানান, রোববার রাতের কোন এক সময় তার মৃত্যু হতে পারে। তার নাক ও একটি কান শরীর থেকে বিচ্ছিন্ন রয়েছে। তার শরীরের বিভিন্ন অংশে ক্ষতের চিহ্ন রয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। এই ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

You might also like