চুয়াডাঙ্গার দামুড়হুদায় ইটভাটায় মাটি চাপা পড়ে দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

১১৩

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ইটভাটায় মাটি চাপা পড়ে দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সকাল সাড়ে ৮টার দিকে দূর্ঘটনাটি ঘটে।

দামুড়হুদা থানার অফিসার ইনচার্জ জানান, সকালে উপজেলাধীন জয়রামপুর শেখ ইট ভাটায় কয়েকজন শ্রমিক মাটির স্তুপের নিচে কাজ করছিল। হঠাৎ মাটির স্তুপ তাদের গায়ের উপর ভেঙ্গে পড়ে। এতে ৩ জন শ্রমিক মাটি চাপা পড়ে।

এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ২ জনকে মৃত ঘোষনা করেন। মৃতরা হলেন কেশবপুর গ্রামের কালাচাদ মন্ডলের ছেলে আবদুল হান্নান ও নতুন বাস্তবপুর গ্রামের লাল মোহাম্মদের ছেলে বাবু। আহত শ্রমিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে মামলার প্রক্রিয়া চলছে।

 

নিউজ ডেস্ক / বিজয় টিভি

 

You might also like