চুয়াডাঙ্গায় ট্রাক চাপায় হেলপার নিহত

চুয়াডাঙ্গায় ট্রাক চাপায় পৃষ্ঠ হয়ে এক হেলপার নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে পৌর এলাকার ইমরান ফিলিং স্টেশনে দুর্ঘটনাটি ঘটে।

এলাকাবাসীরা জানায়, চুয়াডাঙ্গা সদর উপজেলার গাইদঘাট গ্রামের শরিফুলের ছেলে ইব্রাহিম ট্রাকের হেলপার হিসাবে কাজ করত। বৃহস্পতিবার ভোর রাতে ঢাকা থেকে এসে চুয়াডাঙ্গার ইমরান ফিলিং স্টেশনে গাড়িটা পার্কিং করে।

পরে হেলপার ইব্রাহিম ট্রাকের নিচে ঘুমিয়ে পড়ে। সকাল ১০ টার দিকে ড্রাইভার গাড়ি বের করতে গেলে চাকায় পৃষ্ঠ হয়ে হেলপার ঘটনাস্থলেই নিহত হয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করে। এ ঘটনায় ড্রাইভারকে আটক করা হয়েছে।

You might also like