চুয়াডাঙ্গায় পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে এক মাদক ব্যবসায়ী নিহত

১৩১

চুয়াডাঙ্গায় পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।

শুক্রবার রাত ২টার দিকে সদর উপজেলার উকতো গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টহল দল ওই এলাকায় অবস্থান নেয়। এসময় ৭-৮ জন ব্যবসায়ী মাদক পাচারের সময় পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে পুলিশও পাল্টা গুলি বর্ষণ করে। এতে মাদক ব্যবসায়ী রুহুল আমিন গুলিবিদ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুলিশের  ৩ সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও মাদক উদ্ধার করা হয়েছে।

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like