চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

১০১

লক্ষ্মীপুরে চোর চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে শহর ফাঁড়ি থানা পুলিশ ইনচার্জ সোলায়মান।

মঙ্গলবার সকালে শহরের হাসপাতাল রোড এলাকা থেকে শাহিন আলম নামের এক চোরকে গ্রেপ্তার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তার দেয়া তথ্যের ভিত্তিতে নোয়াখালী বেগমগঞ্জের একটি হোটেল থেকে মিজান, নুর ইসলাম, আব্দুর রহিমসহ আরো তিনজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত প্রত্যেকের বাড়ি ভোলা জেলার বাসিন্দা। তারা ধর্ষণ, ছিনতাই, ডাকাতি প্রতারণা ও হত্যাসহ একাধিক মামলার আসামী।

লক্ষ্মীপুর শহর পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ মোহাম্মদ সোলায়মান জানান, দীর্ঘদিন থেকে চোর চক্রের সদস্যরা সঙ্গবদ্ধ হয়ে চুরি ছিনতাইসহ বিভিন্ন অপরাধ করে আসছে। গোপন তথ্যে ভিত্তিতে শাহিনকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদ শেষে তার দেয়া ভিত্তিতে বাকীদের নোয়াখালীর বেগমগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ডিএমপি ভোলাসহ বিভিন্ন থানায় ধর্ষণ, ছিনতাই, ডাকাতি প্রতারণা ও হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

গ্রেপ্তারের তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে নগদ ২০ হাজার টাকা।

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like