চৌদ্দগ্রামে গরুবোঝাই ট্রাক উল্টে ৩ জন নিহত

১১৮

কুমিল্লার চৌদ্দগ্রামে গরুবোঝাই ট্রাক উল্টে ৩ জন নিহত হয়েছে।

বুধবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিওড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ জানায়, ঈদুল আজহাকে সামনে রেখে ঝিনাইদহ থেকে গরুবোঝাই একটি ট্রাক নিয়ে চট্টগ্রাম যাচ্ছিল ব্যবসায়ীরা। চৌদ্দগ্রামের চিওড়া এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৩ জন নিহত হয়। ঘুম নিয়ে ট্রাক চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারনা করছে পুলিশ।

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like