চৌদ্দগ্রামে জামায়াতের পাঁচ নেতাকর্মীকে গ্রেফতার
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের দক্ষিণ ডিমাতলী গ্রামের একটি বাড়ি থেকে গোপন বৈঠক করার সময় জামায়াতের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৯ জুলাই) সকালে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন চৌদ্দগ্রাম থানার ওসি।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার চিওড়া ইউনিয়ন জামায়াতের সভাপতি জালালউদ্দিন টিপু, সেক্রটারী নাজমুল হক বাবর, ধোড়করা ওয়ার্ড জামায়াতের সেক্রেটারী অলিউল্ল্যাহ লিটন, একই ইউনিয়নের ডিমাতলী মধ্যমপাড়া গ্রামের সৈয়দ আহাম্মেদের ছেলে রফিকুল ইসলাম দুলাল ও চরপাড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে শাহানেওয়াজ কাজল।
বিষয়টি নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা জানান, গোপন বৈঠক চলাকালে উপজেলার চিওড়া ইউনিয়নের দক্ষিণ ডিমাতলী গ্রামে জামায়াতের সভাপতি জালালউদ্দিন টিপুর বাড়িতে বুধবার (২৮ জুলাই) সন্ধ্যায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় টিপুসহ ৫ নেতার্মীকে আটক করা হয়। তাদের কাছ থেকে জামায়াতের সদস্য ফরম ও লিফলেট জব্দ করা হয়। এ ঘটনায় রাতে পাঁচ নেতাকর্মীর বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় মামলা হয়েছে।