চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনাল: আতলেটিকো-ম্যানসিটি

এদিকে, চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে আতলেটিকোর আতিথ্য নেবে প্রথম লেগে জয় পাওয়া ম্যানেচস্টার সিটি। আর সেমির পথে অনেকটাই এগিয়ে থাকা লিভারপুল ঘরের মাঠে মুখোমুখি হবে পর্তুগিজ ক্লাব বেনফিকার। দুটি ম্যাচই শুরু হবে রাত ১টায়।

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকেই ছিটকে যাবার শঙ্কায় বর্তমান লা লিগা চ্যাম্পিয়ন আতলেটিকো মাদ্রিদ। আসরের তিন বারের রানার্সআপরা, ৫-৫-০ ফরমেশনে খেলেও হার এড়াতে পারেনি ইতিহাদে। ঘরের মাঠে তাই সিটিজেনদের বিপক্ষে বাচামরার লড়াই সিমিওনির শিষ্যদের।

ওয়ান্দা মেট্রোপলিটানোয় অ্যাটাকিং ফুটবলের আভাস দিয়ে রেখেছেন আতলেটিকো বস। তবে, চ্যাম্পিয়ন্স লিগের পর লা লিগায় মায়োর্কার বিপক্ষে হার চির ধরিয়েছে গ্রিজম্যান, ফেলিক্সরা। কার্ড জটিলতা কাটিয়ে একাদশে ফিরবেন কারাসকো। হেরেরা, গিমিনেজ ইনজুরিতে থাকলেও শক্তিশালী রক্ষনভাগ প্রস্তুত মাঠে নামতে। আক্রমনে ফিরবেন হোয়াও ফেলিক্স।

এদিকে, ঘরের মাঠে প্রথম লেগ জিতে নির্ভার সিটিজেন শিবির। চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের শততম ম্যাচে মাঠে নামার আগে সব প্রতিযোগীতা মিলিয়ে নয় ম্যাচে অপরাজিত রয়েছে গার্দিওলার শিষ্যরা। নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেছেন কাইল ওয়াকার, যায়গা ধরে রাখবেন নাথান একেও। তবে, শুরু একাদশে থাকার সম্ভাবনা কম ডায়াসের। তাই আক্রমনের দায়িত্বে থাকবেন গ্যাবরিয়াল জেসুস।

এদিকে, শেষ আটের প্রথম লেগে বেনফিকাকে তাদেরই মাঠে ৩-১ গোলে হারিয়ে সেমিতে এক পা দিয়ে রেখেছে ইংলিশ জায়ান্ট লিভারপুল। গেলো ২০ বছরে প্রথম লেগ জয়ের পর চ্যাম্পিয়ন্স লিগের নক আউট পর্ব থেকে বাদ পড়েনি অল রেডরা। ঘরের মাঠে খেলতে নামার আগে তাই ফুরফুরে মেজাজেই রয়েছে ইয়র্গেন ক্লপের শিষ্যরা। ব্যাস্ত সূচীর মাঝেও পুরোপুরি ফিট স্কোয়াডই পাচ্ছেন ক্লপ।

সাবেক লিভারপুল তারকা স্টিফেন জ্যারার্ডের চ্যাম্পিয়ন্স লিগের রেকর্ড ভাংতে আর ১ গোল দেরকার মোহোমেদ সালাহর। আক্রমনে তার সঙ্গে থাকবেন ফিরমিনো ও লুইস ডায়াজ। কার্ড জটিলতায় থাকছেননা সাদিও মানে ও ডিয়েগো জটা।

You might also like