ছাত্রলীগের কর্মী হত্যা মামলায় জামায়াতের সাঈদীসহ ১০৪ আসামির বিচার
রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কর্মী ফারুক হত্যা মামলায় জামায়াতে ইসলামীর নায়েবে আমির, দেলাওয়ার হোসাইন সাঈদীসহ ১০৪ আসামির বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত।
বৃহস্পতিবার সকালে রাজশাহীর অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে মামলার অভিযোগ গঠনের ওপর শুনানি হয়। শুনানি শেষে বিচারক এনায়েত কবির সরকার বেলা পৌনে ১২টার দিকে ১০৪ জন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের নির্দেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী সিরাজ শওকত সালেহীন জানান, এ মামলায় আসামি ছিলেন ১১০ জন। এর মধ্যে ৬ জন মারা গেছেন। ১০৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে, এর মধ্যে চুয়াল্লিশ জনই পলাতক।
নিউজ ডেস্ক / বিজয় টিভি