ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করেন অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার

১১৫

বৃহস্পতিবার সকাল ১০টায় ভারতের সেন্ট্রাল দিল্লির পুলিশ হেডকোয়ার্টারের ছাদ থেকে পিচঢালা রাস্তায় লাফিয়ে পড়ে আত্মহত্যা করেন অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার প্রেম বল্লভ।

৫৫ বছরের প্রেম বল্লভ দিল্লি সিটি পুলিশের অপরাধ ও ট্রাফিক ইউনিটে কর্মরত ছিলেন। প্রাথমিক তদন্তে অনুমান ওই পুলিশ কর্মী মানসিক অবসাদ ও দীর্ঘদিন বিভিন্ন রোগে ভোগার কারণে আত্মহত্যা করেছেন।

তবে সম্প্রতি ভারতে পুলিশ কর্মীদের মধ্যে আত্মহত্যার হার বাড়ছে। প্রতি মাসে আত্মহত্যার ঘটনা ঘটছে। নিজের ব্যবহৃত রিভলবার দিয়ে বেশির ভাগ আত্মহত্যার ঘটনা ঘটছে।

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like