ছুটি কাটাতে রুক্মিণীকে নিয়ে মালদ্বীপে দেব!

টলিউডের অন্যতম জনপ্রিয় জুটি দেব এবং রুক্মিণী মৈত্র। দুজনেই কাজ নিয়ে ভিষণ ব্যস্ত। যেন নিশ্বাস ফেলারও সময় নেই তাদের। একজন ব্যস্ত ছিলেন ‘বিনোদিনী’র শুটিংয়ে। অন্যজন ব্যস্ত ছিলেন ‘বাঘাযতীন’নিয়ে। সেই শ্যুটিং করতে গিয়ে অভিনেতা চোখে চোটও পেয়েছিলেন। তবে কিছুদিন আগেই ‘বিনোদিনী’ সিনেমার শ্যুটিং শেষ করেছেন রুক্মিণী। তাই দুজনেই ব্যস্ততা কাটিয়ে নিজেদের জন্য সময় বের করে নিলেন। ছুটি কাটাতে উড়ে গেলেন মালদ্বীপে।

গত রোববার, দেব তার ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন। সেখানে তাকে দেখা যায়, নীল প্যান্ট এবং শার্ট পরে কাঠের চেয়ারে বসে আছেন মুখে হাত দিয়ে। সঙ্গে তার জনপ্রিয় ক্যাপশন ‘এমনি’। অভিনেতার আশপাশে ঘন সবুজ গাছ এবং একটি সুইমিং পুল দেখা যাচ্ছে। ছবিতে লোকেশন হিসেব অভিনেতা মালদ্বীপ মেনশন করেন।

অন্যদিকে অভিনেত্রী রুক্মিণী তার ইনস্টাগ্রাম স্টোরিজে কেবল নীল জলরাশির একটি ছবি পোস্ট করেছেন। যদিও তাদের একসঙ্গে দেখা যায়নি। তবে মনে করা হচ্ছে একত্রে ছুটি কাটাচ্ছেন টলি পাড়ার জনপ্রিয় এই জুটি। ইনড্রাস্টির ভেতরের খবরও সেটাই বলছে।

আগামীতে দেবকে ‘বাঘাযতীন’হিসেবে বড়পর্দায় দেখা যাবে। এটি পরিচালনা করেছেন অরুণ রায়। জানা গেছে, এখনও পুরোপুরি শেষ হয়নি এই ছবির শ্যুটিং। তবে অনেকটাই শেষ হয়ে গেছে কাজ। অন্যদিকে রুক্মিণী আগামীতে ‘বিনোদিনী’হয়ে ধরা দেবেন বড়পর্দায়। দেব- রুক্মিণীর ভক্তরা বেশ আশা নিয়েই অপেক্ষায় আছেন ছবি দুটি নিয়ে।