ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু

মুন্সীগঞ্জের গজারিয়ায় ছোট ভাই মোঃ হৃদয় সরকারের (২৯) লাঠির আঘাতে বড় ভাই মাসুম সরকারের (৩৫) মৃত্যু হয়েছে ।

গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের ছোট বসুরচর গ্রামে এই ঘটনা ঘটে। তারা ওই গ্রামের খলিলুর রহমান সরকার ছেলে। ঘটনার পর থেকেই ঘাতক ছোট ভাই মোঃ হৃদয় সরকার পলাতক রয়েছে।

এ ঘটনায় নিহত মাসুম সরকারের স্ত্রী কাকলী বুধবার দুপুরে গজারিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

স্থানীয় সুত্র জানান, গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে উল্লেখিত এলাকায় ছোট ভাই মোঃ হৃদয় সরকারের সঙ্গে বড় ভাই মাসুম সরকারের ব্যবসা সংক্রান্ত বিষয়াবলী নিয়ে দুজনের মধ্য বাকবিতন্ডায় হয়। একপর্যায় ছোট ভাই মোঃ হৃদয় ক্ষিপ্ত হয়ে বড় ভাই মাসুম সরকারকে লাঠি দিয়ে আঘাত করেন।

মাসুম সরকারের আত্মচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে ছোট ভাই মোঃ হৃদয় সরকার পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মাসুম সরকারকে কুমিল্লাধীন দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যায়।

ঘটনার পর থেকেই ঘাতক ছোট ভাই রুহুল আমিন পলাতক রয়েছে। তারা ওই গ্রামের মৃত সাহেব উদ্দিনের ছেলে। এ ঘটনায় মুক্তারের স্ত্রী আঞ্জুয়ারা গুরুত্বর আহত হয়েছেন।

গজারিয়া থানার অফিসার ইনচার্জ রইছ উদ্দিন জানান, ব্যবসা সংক্রান্ত বিরোধের জের ধরে ছোট ভাই মোঃ হৃদয় সরকার লাঠি দিয়ে বড় ভাই মাসুম সরকারে মাথায় আঘাত করে। এঘটনায় নিহত মাসুম সরকারের স্ত্রী কাকলী বাদী হয়ে বুধবার দুপুরে মামলা দায়ের করেন। পরে অভিযান চালিয়ে দুজন কে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। মুল আসামী কে গ্রেপ্তারের পক্রিয়া চলছে। মৃতদেহ ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

You might also like