জঙ্গি অর্থায়ন মামলা, শাকিলাসহ ৯ জনের বিরুদ্ধে পরোয়ানা

৯১

নাশকতায় অর্থায়নের অভিযোগে দায়ের হওয়া দুই মামলায় অভিযোগ গঠন করে আইনজীবী ব্যারিস্টার শাকিলা ফারজানাসহ ৯ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের আইনজীবী মনোরঞ্জন দাশ বলেন, হাটহাজারী ও বাঁশখালী থানায় দায়ের হওয়া পৃথক দুইটি মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন করা হয়েছিল। আদালত শুনানি শেষে সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আবদুল হালীম অভিযোগ গঠনের আদেশ দেন। মামলার নথি সূত্রে জানা যায়, ২০১৫ সালের ১৯ ফেব্রুয়ারি হাটহাজারী উপজেলায় একটি ‘জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্রে’ অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেফতার করে র‍্যাব। পরে জঙ্গি সংগঠন হামজা ব্রিগেডকে অর্থায়নের অভিযোগে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শাকিলা ফারজানা, অ্যাডভোকেট হাসানুজ্জামান লিটন ও অ্যাডভোকেট মাহফুজ চৌধুরী বাপনকে গ্রেফতার করা হয়।

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like