জঙ্গীবাদ, মাদক, সন্ত্রাস ও দূর্নীতির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: প্রধানমন্ত্রী
জঙ্গীবাদ, মাদক, সন্ত্রাস ও দূর্নীতির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার বিকেলে গণভবনে পেশাজীবীদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে একথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, ১৫ আগস্ট জাতীর পিতাকে হত্যার মধ্য দিয়ে বাংলাদেশের উন্ন্য়নের যে ধারা ব্যহত হয়েছে তা পুনরুদ্ধারে তার সরকার কাজ করছে। এজন্য সবাইকে যার যার অবস্থান থেকে কাজ করে যাওয়ার আহ্বান জানান শেখ হাসিনা। ইফতারের আগে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
নিউজ ডেস্ক / বিজয় টিভি