জনগণই আওয়ামী লীগের ক্ষমতার উৎস : মাহতাব উদ্দিন চৌধুরী
জনগণকে আওয়ামী লীগের ক্ষমতার উৎস উল্লেখ করে মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেছেন, দলীয় আদর্শের প্রতি আনুগত্য, শৃঙ্খলা ও ঐক্য সুপ্রতিষ্ঠিত হলে কোন শক্তি দলকে রুখতে পারবে না।
আজ (মঙ্গলবার) সকালে, নগরীর ১৭নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের এবিসি ইউনিটের কার্যকরী কমিটির সভায় তিনি এসব কথা বলেন।
সভায় বক্তব্য রাখেন, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চসিক নির্বাচনে মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরীসহ স্থানীয় নেতাকর্মীরা।
এসময় নৌকার বিজয় নিশ্চিত করতে প্রত্যেক নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।
নিউজ ডেস্ক/বিজয় টিভি