জনগণের নিরাপত্তার স্বার্থে উত্তরায় বসানো হচ্ছে সিসিটিভি
জনগণের নিরাপত্তার স্বার্থে রাজধানীর উত্তরা ৪৭ নম্বর ওয়ার্ডে বিট নম্বর দুইয়ের পুরো এলাকা সিসি টিভি ক্যামেরার আওতায় আনা হচ্ছে।
একতা কমিউনিটি পুলিশের উদ্যোগে এবং এলাকার নিরাপত্তার স্বার্থে এ ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন একতা কমিউনিটি পুলিশিং সভাপতি শফিকুল ইসলাম। প্রাথমিক অবস্থায় ৪০টি ক্যামেরা দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন দক্ষিণ খান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম হোসেন। এসময় উপস্থিত ছিলেন ৪৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোতালেব মিয়াসহ আরো অনেকে।
নিউজ ডেস্ক/ বিজয় টিভি