জনগণের যেকোনো প্রয়োজনে পাশে থাকবে বাংলাদেশ সেনাবাহিনী
জনগণের যেকোনো প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনী পাশে থাকবে বলে জানিয়েছেন, রংপুর এলাকার সেনাবাহিনীর অধিনায়ক ও ৬৬তম পদাতিক বিভাগের মেজর জেনারেল নজরুল ইসলাম।
সোমবার দুপুরে ঠাকুরগাঁও পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় করোনা ভাইরাসের সচেতনতামূলক প্রচারণায় এসে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি বলেন, ইতোমধ্যে প্রতিটি জেলার জেলা প্রশাসক, সিভিল সার্জন ও পুলিশ সুপাররা এ ভাইরাসের বিষয়ে যথাযথ পদক্ষেপ নিয়েছে। আমাদের কাজ তাদের এ পদক্ষেপগুলোকে আরো বেগবান করা। সেই লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী কাজ করে যাচ্ছে।
এ সময় জনগণকে অহেতুক আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, সেনাবাহিনী প্রতিটি সময় জনগণের পাশে ছিলো, আছে এবং থাকবে। সেই সাথে জনগণকে স্বাস্থ্য বিধি মেনে চলারও আহ্বান জানান তিনি।
অনলাইন নিউজ ডেস্ক/বিজয় টিভি