জমিতে সেচ দেয়াকে কেন্দ্র করে টেঁটা যুদ্ধে একজন নিহত

৯৭

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার এলাসিন ইউনিয়নের সানবাড়ি এলাকায় চার ভাই ও তাদের পরিবারের লোকজনের মধ্যে টেঁটাযুদ্ধে বাদল মিয়া নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় টেঁটাবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরো চার জন।

বুধবার বেলা সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত বাদল সানবাড়ি এলাকার মইনা মিয়ার ছেলে।

আহতরা হচ্ছেন- উপজেলার তেরিয়া গোনা গ্রামের সুরুজ আলী, মনির, শহিদুল ও দেলদুয়ার সদর উপজেলার নজরুল।

দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম জানান, সম্প্রতি জমিতে সেচ দেওয়া শ্যালো মেশিন নিয়ে তারা মিয়া ও আনু মিয়া নামে দুই ভাইয়ের মধ্যে বাক-বিতন্ডা হয়। এ নিয়ে বুধবার সকালে সালিশ বৈঠকের আয়োজন করা হয়। বৈঠক চলাকালে হঠাৎ তাদের মধ্যে ফের কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে অপর দুই ভাইও এর মধ্যে জড়িয়ে পড়েন। পরে চার ভাই ও তাদের পরিবারের লোকজন টেঁটাযুদ্ধে জড়িয়ে পড়েন। এতে টেঁটাবিদ্ধ হয়ে পাঁচজন আহত হন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়ার পথে বাদল মিয়া নামে এক ভাই মারা যান। বাকিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like