জমে উঠেছে গাজীপুর সিটি নির্বাচনের প্রচারণা
জমে উঠেছে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের প্রচার-প্রচারণা। ভোটারদের মন পেতে সকাল থেকে গভীর রাত পর্যন্ত গণসংযোগ চালাচ্ছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা।
সকালে প্রচারণা চালান আওয়ামী লীগের মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম। যানজট-মুক্ত নগরী, রাস্তঘাট মেরামত, গ্যাস বিদ্যুৎসহ নাগরিক সুবিধাসহ পরিকল্পিত নগর গড়ার প্রতিশ্রুতি দেন তিনি।
আর বিএনপির মেয়র প্রার্থী হাসানউদ্দিন সরকার বলেন, নির্বাচন নিয়ে কোন রকম ষড়যন্ত্র হলে তার খেসারত দিতে হবে নির্বাচন কমিশন ও সরকারকে। আগামী ২৪ জুন পর্যন্ত নির্বাচনী প্রচার চালাতে পারবেন প্রার্থীরা। ভোট গ্রহন হবে ২৬শে জুন।
নিউজ ডেস্ক / বিজয় টিভি