জলবায়ু পরিবর্তনে বনায়নের বিকল্প নেই-জাতীয় সংসদের হুইপ

৯২

জলবায়ুর পরিবর্তনে বনায়নের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ মো. শামসুল হক চৌধুরী।

গতকাল চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে পৃথিবী এখন সবচেয়ে কঠিন সময় অতিক্রম করছে। এই ঝুঁকি থেকে পরিত্রাণ পেতে হলে বনায়নের বিকল্প নেই। তাই সবাইকে বাড়ির আঙিনা ও চারপাশে বৃক্ষরোপন করারও আহ্বান জানান তিনি। এসময় উপস্থিত ছিলেন,  উপজেলার আওয়ামী লীগের সভাপতি আ ক ম শামসুজ্জামানসহ অন্যরা।

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like