জলাবদ্ধতা নিরসনে কাজ করার অঙ্গীকার ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের

১৩৭

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়যুক্ত হলে চট্টগ্রাম বাকলিয়ার বিভিন্ন সমস্যা সমাধান করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন চট্টগ্রাম-৯ কোতোয়ালী-বাকলিয়া আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। সকালে চট্টগ্রাম-৯ আসনের বাকলিয়া ১৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বাকলিয়া, পশ্চিম বাকলিয়ায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার নওফেল বলেন, দেশের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই। শেখ হাসিনা সরকারের আমলেই পদ্মা সেতু, মেট্রোরেল প্রকল্প, ফ্লাইওভার নির্মাণ, সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ হয়েছে।

তিনি বলেন, বিএনপি জামায়াত দেশে বিভিন্ন সময় সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে নির্বিচারে মানুষ হত্যা করেছে। তাদের এ ভয়াবহ হত্যাযজ্ঞ থেকে কোনো মানুষ রেহাই পায়নি। জনপ্রতি নির্বাচিত হলে অত্র এলাকার জলাবদ্ধতা নিরসনে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

গণসংযোগকালে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like