জাতিসংঘের সাধারণ অধিবেশনের ভাষণে বাইডেনের ঐক্যের ডাক
দায়িত্ব নেয়ার পর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে প্রথমবারের মতো ভাষণ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে, সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে এই ভাষণ দেন তিনি। এসময় বিশ্বের দেশগুলোকে বিরোধ একপাশে সরিয়ে রেখে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান বাইডেন। করোনা এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলাসহ আরও বিভিন্ন সংকটের শান্তিপূর্ণ সমাধানে একযোগে কাজ করে যাওয়ার আহ্বান জানানোর পাশাপাশি সবার সহযোগিতা কামনা করেন মার্কিন প্রেসিডেন্ট।
ভাষণে আফগানিস্তানের প্রসঙ্গ টেনে বাইডেন বলেন, যুক্তরাষ্ট্র বিরামহীন এক যুদ্ধের অবসান ঘটিয়ে নিরলস কূটনীতির নতুন যুগের সূচনা করেছে। এছাড়া, অকাস নিয়ে ফ্রান্সের সাথে সাম্প্রতিক কূটনৈতিক বিরোধ নিয়ে বাইডেন জানান, যুক্তরাষ্ট্র নতুন করে স্মায়ুযুদ্ধে জড়াতে চায় না। এসময় জলবায়ু খাতে দ্বিগুণ সহায়তা দেয়ার আশ্বাস দেন তিনি।