জাতীয় নির্বাচন নিয়ে আগামী সপ্তাহে আসনগুলোর সীমানার খসড়া প্রকাশ: ইসি সচিব

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সংসদীয় আসনগুলোর সীমানার খসড়া আগামী সপ্তাহে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মো. জাহাঙ্গীর আলম। এরপর দাবি-আপত্তি নিয়ে তা চূড়ান্ত করা হবে বলেও জানান তিনি।

মঙ্গলবার সকালে, নির্বাচন ভবনে কমিশন বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, গত জাতীয় সংসদ নির্বাচনের সময় সীমানা যে ছিল তা নিয়ে খসড়া প্রকাশ করা হবে। বিজ্ঞপ্তিতে দাবি-আপত্তির জন্য একটা সময় নির্ধারণ করা হবে। ওই সময়ের মধ্যে যেসব দাবি-আপত্তি উত্থাপিত হবে, ইতোমধ্যে অনেকেই নিজ উদ্যোগে যে সমস্ত আবেদন দিয়েছেন সে সমস্ত আবেদন ও নির্দিষ্ট সময়ের মধ্যে আসা আবেদনগুলো পড়বে সেগুলো নিয়ে শুনানি আন্তে বিধি-বিধানের আলোকে আমাদের চূড়ান্ত বিভক্তি এলাকা ঘোষণা করা হবে বলেও জানান তিনি।