বিশ্বের অন্যান্য দেশের সাথে তাল মিলিয়ে বাংলাদেশে প্রথমবারের মতো শুরু হতে যাচ্ছে আইনি প্রযুক্তি ইভেন্ট, গ্লোবাল লিগ্যাল হ্যাকাথন-২০২২।
আগামী ২৫ মার্চ থেকে ২৭ মার্চ এ ইভেন্টটি অনুষ্ঠিত হবে। বিশ্বের ১০০টিরও বেশি দেশে অনুষ্ঠিত এ কর্মসূচিতে ১০ হাজারের বেশি অংশগ্রহণকারী যোগ দেবেন। সাধারণত, এ হ্যাকাথন হলো, ছাত্র এবং পেশাদারদের একটি প্ল্যাটফর্ম, যা পরীক্ষা এবং সমাধান উদ্ভাবনের জন্য আইন, প্রযুক্তি এবং ব্যবসায়িক দক্ষতাকে সমন্বয় করে।
সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন এবং হোয়াইটবোর্ডের সহায়তায়, লিগ্যাল সার্কেল ও থিঙ্ক লিগ্যাল বাংলাদেশ এ কর্মসূচির আয়োজন করছে।
আইটি, ব্যবসা, আইন এবং পণ্য বিপণন বিভাগের শিক্ষার্থী ও পেশাদাররা এ হ্যাকাথনের জন্য নিবন্ধন করতে পারবেন। এতে বিজয়ীরা যুক্তরাজ্যের লন্ডনে গ্লোবাল লিগ্যাল হ্যাকাথনের চূড়ান্ত পর্বে অংশগ্রহণের সুযোগ পাবে।