সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান চলতি বছরের দ্বিতীয়ার্ধে বাংলাদেশ সফর করবেন বলে আশা করা হচ্ছে। আজ সোমবার (১১ মার্চ) এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো হয়েছে, তিনি দেশটির প্রধানমন্ত্রীও। আমরা সেটা নিয়ে আলোচনা করেছি। এ বছরের দ্বিতীয়ার্ধে তার এ সফর হওয়ার কথা রয়েছে।’
গত বছর বাংলাদেশে সৌদি রাষ্ট্রদূত এসা ইউসেফ এসা আল দুহাইলান ঘোষণা দিয়েছিলেন, মোহাম্মদ বিন সালমান ২০২৪ সালে বাংলাদেশ সফর করবেন। ২০২৩ সালের সেপ্টেম্বরে ঢাকায় দূতাবাসে ৯৩তম সৌদি জাতীয় দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে রাষ্ট্রদূত এ ঘোষণা দেন।
এদিকে, এ মাসের শুরুতে তুরস্ক, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত সফরের অভিজ্ঞতা জানাতে রাজধানীর সেগুনবাগিচায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিলনায়তনে আয়োজিত ব্রিফিংয়ে আসেন হাছান মাহমুদ।