বেসরকারি হজযাত্রী প্রতিস্থাপন ২৭ এপ্রিলের মধ্যে, আগামী ২৭ এপ্রিলের মধ্যে বেসরকারি মাধ্যমের হজযাত্রী প্রতিস্থাপন সম্পন্ন করতে হবে। রোববার (২১ এপ্রিল) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ-১ শাখা এ সংক্রান্ত একটি পত্র জারি করেছে।
পত্র অনুযায়ী, হজ মৌসুমে কোনো হজযাত্রী গুরুতর অসুস্থতা, মৃত্যু অথবা অন্য কোনো কারণে হজে যেতে অপারগ হলে সংশ্লিষ্ট এজেন্সি হজযাত্রী প্রতিস্থাপন করতে পারবে।
আড়ও পড়ুন: এমভি আবদুল্লাহ দুবাই পৌঁছাবে আজ
এরূপ প্রতিস্থাপন সর্বোচ্চ ১০ শতাংশের মধ্যে সীমিত রাখতে হবে। তবে হজযাত্রীকে অবহিত না করে অথবা ইচ্ছার বিরুদ্ধে প্রতিস্থাপনের কোনো অভিযোগ পাওয়া গেলে হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন, ২০২১ অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।