চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন গিয়াস উদ্দিন কাদের চৌধুরী।
সোমবার তিনি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত ধানের শীষ প্রতীক বরাদ্দের চিঠি হাতে পেয়েছেন। এটি সোমবারই তিনি রিটার্নিং অফিসারের কাছে জমা দেন। বিষয়টি নিশ্চিত করেছেন গিয়াস কাদের চৌধুরীর ব্যক্তিগত সহকারী খোরশেদ আলম।
চট্টগ্রাম-৬ আসনে গত ৪ ডিসেম্বর বিএনপির মনোনয়ন পেয়েছিলেন গিয়াস কাদের চৌধুরী। পরবর্তীতে ২৮ ডিসেম্বর দল থেকে গোলাম আকবর খন্দকারকেও মনোনয়নের চিঠি দেওয়া হয়। তারা দু’জনই বিএনপি মনোনীত প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দেন। রিটার্নিং অফিসারের যাচাই-বাছাইয়ে দু’জনের মনোনয়নপত্রই বৈধ হয়।
বর্তমান নির্বাচনী আইনে কোনো দলের পক্ষ থেকে প্রাথমিকভাবে একাধিক প্রার্থী মনোনয়নের সুযোগ রয়েছে। তবে চূড়ান্ত পর্যায়ে একজন প্রার্থীকে প্রতীক বরাদ্দের জন্য রিটার্নিং অফিসার বরাবর দলের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়।
এরই প্রেক্ষিতে প্রতীক বরাদ্দের চিঠিপ্রাপ্তির মধ্য দিয়ে চট্টগ্রাম-৬ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন নিয়ে দলীয় কর্মীদের বিভ্রান্তি দূর হলো। মঙ্গলবার প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন, বুধবার চূড়ান্ত প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করবেন রিটার্নিং অফিসার।