ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (২৪ জানুয়ারি) সকাল ৮টায় রংপুরের পীরগঞ্জ উপজেলার জাফরপাড়া গ্রামে শহীদ আবু সাঈদের বাড়িতে যান তিনি। এ সময় আবু সাঈদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন জামায়াত আমির।
এদিকে আজ সকাল ১০টায় গাইবান্ধার পলাশবাড়ীতে এক জনসভা, বেলা ১২টায় বগুড়া শহরে, দুপুর আড়াইটায় বগুড়ার শেরপুরে, বিকেল সাড়ে ৩টায় সিরাজগঞ্জ শহরে, বিকেল ৪টায় সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এবং সন্ধ্যা সাড়ে ৬টায় পাবনায় জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন তিনি।
রাতে সড়কপথে ঢাকায় ফেরার কথা রয়েছে তার।
এর আগে গতকাল শুক্রবার পঞ্চগড়ে জনসভার মাধ্যমে উত্তরবঙ্গ সফর শুরু করেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। পরে তিনি দিনাজপুর, ঠাকুরগাঁও ও রংপুরে জনসভায় ভাষণ দেন।