জাতীয় ঐক্যফ্রন্টের নামে ষড়যন্ত্রকারীরা : বীরেন শিকদার

১০০

দেশে জাতীয় ঐক্যফ্রন্টের নামে ষড়যন্ত্রকারীরা এক হয়েছে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রী বীরেন শিকদার। মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের পঞ্চমীঘাট পোদ্দারবাড়ি পূজামন্ডপ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি জাতীয় ঐক্যফ্রন্টের নেতাদের ইঙ্গিত করে বলেন, চারটা শূন্য যোগ করলে ফলাফল শূন্যই হবে। তাদেরকে আমরা শূন্য হিসেবেই মূল্যয়ন করি।জননেত্রী শেখ হাসিনা তাদের ষড়যন্ত্র মোকাবেলা করেই আগামী নির্বাচনে জয়ী হবেন।

এ সময় উপস্থিত ছিলেন, মেট্রো ডাইংয়ের কর্নধার সিইপি বাবু অমল পোদ্দার, সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিএম রুহুল আমিন রিমন, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি লোকনাথ দত্ত, দ্যা অ্যাপারেল নিউজের প্রকাশক ও সম্পাদক অমিত কুমার বিশস, বার্তা সম্পাদক ইব্রাহিম খলিল জুয়েল ও নারায়ণগঞ্জ জেলা পরিষদ সদস্য মোস্তাফিজুর রহমান মাসুমসহ আরোও অনেকে।

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like